newsinIndia24 brings you latest news,tech news, health, shopping offer, benefits of fruits and vegetables, current affairs,G.K Questions,G.K Questions in English,G.K Questions pdf, education news in West Bengal.

Breaking

Monday 23 November 2020

মুখ্যমন্ত্রীর শিক্ষক নিয়োগের ঘোষণা; তার পরেও শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে রাজপথে নামতে চলেছেন হবু শিক্ষকরা

মুখ্যমন্ত্রীর শিক্ষক নিয়োগের ঘোষণা; তার পরেও শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে রাজপথে নামতে চলেছেন হবু শিক্ষকরা





শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। সাত বছর পরেও এখনও আপার প্রাইমারিতে নিয়োগের কাজ শেষ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এখনও আইনি জালে সেই নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে আছে। এর পাশাপাশি শেষ কয়েক বছর শিক্ষক নিয়োগ করেনি রাজ্য সরকার।  এবার তাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আগামী কাল ২৪ নভেম্বর 'কলকাতা চলোর' ডাক দিলেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ।  ওইদিন সকাল ১০টায়, করুণাময়ীতে প্রাথমিক ভাবে জামায়াত করবেন চাকরি প্রার্থীরা। তারপর নবম-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান করবেন হবু শিক্ষকরা।  চাকরি প্রার্থীদের দাবি গুলি হল, চলতি বছরেই দ্রুত নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি সমস্ত আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের আগেই শেষ করতে হবে। প্রতিবছর কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু রাখতে হবে।  সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে OMR এর কার্বন কপি প্রার্থীদের দিতে হবে।

কেবল বিষয়ভিত্তিক এমসিকিউ পরীক্ষা নিতে হবে। 

অপরদিকে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সম্প্রতি সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক মমতা বলেন, যাঁরা টেট পাশ করেছেন তাঁদের সবাইকে চাকরি দেওয়া হবে। এছাড়া কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে দু-মাসের মধ্যে। 

No comments:

Post a Comment